চার কোরিয়ানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
থার্ড টার্মিনাল প্রকল্পে ৯০ কোটি টাকা বকেয়া
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি কাজ করিয়ে প্রায় ৯০ কোটি টাকা পরিশোধ না করায় চার কোরিয়ান ও এক বাংলাদেশি কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- দক্ষিণ কোরিয়ার নাগরিক কিউংজু কাং, ইর্য়কওয়ান চোই, জুয়োক ইয়াং, হিসোক কিম এবং বাংলাদেশি নাগরিক মো. সায়েম চৌধুরী। আদালত পরবর্তী তারিখের মধ্যে বিষয়টি আপসের মাধ্যমে নিষ্পত্তির নির্দেশনাও দেন।
এর আগে, প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আখতার চৌধুরী ঢাকার মহানগর আদালতে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাঁদের প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক্টে কাজ দিলেও এডিসি চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করেনি।
মামলার নথি অনুযায়ী, প্লিয়াডিস কনস্ট্রাকশন থার্ড টার্মিনাল প্রকল্পের টার্মিনাল-৩, মাল্টি-লেভেল কার পার্কিং (এমএলসিপি), এক্সপোর্ট ও ইম্পোর্ট কার্গো টার্মিনাল, এবং বিভিন্ন ইউটিলিটি ভবন যেমন আইপিপি, আইপিআর, জেনারেটর হাউস, এসটিপি, ডব্লিউএসএস, পিডব্লিউটিপি, এজিএস, আরএফএফএস সাবস্টেশন ও মেইন বিল্ডিংয়ে কাজ সম্পন্ন করে।
জুবায়ের আখতারের দাবি, চুক্তির বাইরেও অতিরিক্ত কাজ করানো হয়, কিন্তু সেই কাজের প্রায় ৯০ কোটি টাকা বকেয়া রেখে দেয় এডিসি। বহুবার দাবি জানানোর পরও অর্থ না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb
20.8°C
Mon
21.6°C
Tue
21.6°C
Wed
21.6°C