খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার আসছে না
সিনিয়র প্রতিবেদক
| Published: Monday, December 08, 2025
হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসছে না।
এর আগে মঙ্গলবার সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমোদিত
নিলেও এয়ার অ্যাম্বুলেন্স সেই অনুমতি বাতিলের অনুরোধ করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন জ্যেষ্ঠ
কর্মকর্তা দ্য অ্যাভিয়েশন এক্সপ্রেস-কে জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয়
সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে।
তিনি বলেন, “বাতিলের অনুরোধটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে
প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবো।”
এর আগে বেবিচকে রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের
ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টা ল্যান্ডিং ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দিয়েছিল।
কাতার সরকার দীর্ঘ দূরত্বের চিকিৎসা পরিবহনের উপযোগী
বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন করার পর সেটি পরিচালনার দায়িত্বে থাকা এফএআই এভিয়েশন
গ্রুপকে চার্টার করে এই মেডিক্যাল ইভাকুয়েশন বিমানটি ব্যবস্থা করেছিল।
বিশ্বখ্যাত এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন–সমর্থিত এভিয়েশন
সেবাদাতা এফএআই বেগম খালেদা জিয়ার জন্য বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০) নির্ধারণ
করেছিল।
চ্যালেঞ্জার ৬০৪ চিকিৎসা পরিবহনে বহুল ব্যবহৃত, কারণ
এটি বাড়তি পরিসীমা, উচ্চ নির্ভরযোগ্যতা এবং অনবোর্ড উন্নত ক্রিটিক্যাল–কেয়ার কনফিগারেশন
বহনের সক্ষমতার জন্য পরিচিত।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb
21.2°C
Mon
21.6°C
Tue
21.6°C
Wed
21.6°C