‘থার্ড ওয়ার্ল্ড’ দেশের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ ট্রাম্পের
সিনিয়র প্রতিবেদক
| Published: Saturday, November 29, 2025
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘থার্ড ওয়ার্ল্ড’ বা তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন—এ খবর প্রকাশ পাওয়ার পর থেকেই কোন কোন দেশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে এবং এর প্রভাব বিশেষ করে বাংলাদেশিদের ওপর কী হতে পারে—এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে দেশগুলোর শ্রেণিবিন্যাস তিন ভাগে ভাগ করা হয়: ফার্স্ট ওয়ার্ল্ড—যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পুঁজিবাদী দেশগুলো, সেকেন্ড ওয়ার্ল্ড—সোভিয়েত ইউনিয়ন-নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দেশগুলো, থার্ড ওয়ার্ল্ড—যেসব দেশ কোনো পক্ষের সঙ্গেই জোটবদ্ধ ছিল না।
বর্তমানে ‘তৃতীয় বিশ্ব’ বলতে সাধারণত দারিদ্র্যপীড়িত, অনুন্নত দেশগুলোকে বোঝানো হয়—যেখানে উৎপাদন কম, অর্থনৈতিক অস্থিতিশীলতা বেশি, দারিদ্র্য ও মৃত্যুহার উঁচু, এবং অভ্যন্তরীণ অস্থিরতা প্রচলিত।
ট্রাম্পের প্রস্তাবিত নিষেধাজ্ঞা মূলত এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলোর ওপর লক্ষ্য করা হয়েছে। উন্নত শিল্পোন্নত দেশগুলো—যেমন উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া—ফার্স্ট ওয়ার্ল্ড বা উন্নত দেশের তালিকায় বহাল রয়েছে। সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ডের মতো সমৃদ্ধ দেশগুলোও উন্নত হিসেবে বিবেচিত।
জাতিসংঘের তালিকা অনুযায়ী পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও নেপাল এশিয়ার অনুন্নত তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বিবেচিত। ভারতকে উন্নয়নশীল দেশ হিসেবে ধরা হয়, তাই ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় ভারতের অবস্থানও অনিশ্চিত বলে দিল্লির বিশ্লেষকরা মনে করছেন।
বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্ত শুধুমাত্র অর্থনৈতিক শ্রেণিবিন্যাসের ওপর নির্ভর করবে না; বরং কূটনৈতিক সম্পর্ক ও ভূ-রাজনৈতিক স্বার্থও বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ জাতিসংঘের তালিকায় অনুন্নত দেশ হিসেবে থাকা অবস্থায় যদি ট্রাম্প এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করেন, তবে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য বাধা সৃষ্টি হতে পারে।
এই সম্ভাব্য পদক্ষেপ বাংলাদেশের শিক্ষার্থী, কর্মী এবং পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে—যারা শিক্ষা, চাকরি ও পরিবার পুনর্মিলনের উদ্দেশ্যে প্রতিবছর হাজার হাজার ভিসার জন্য যুক্তরাষ্ট্রে আবেদন করে থাকেন।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.6 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb
20.3°C
Mon
21.6°C
Tue
21.6°C
Wed
21.6°C