Logo
এভিয়েশন এয়ারপোর্টস উৎপাদনকারী পর্যটন হোটেলস প্রবাস লাইফ স্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি আরও
Aviationexpress.news is Under Development
Final version is coming soon...

অকল্যান্ড বিমানবন্দরে মাদক চোরাচালান তদন্তে ২০ ২০ জনকে গ্রেপ্তার

প্রতিবেদক | Published: Saturday, November 29, 2025
অকল্যান্ড বিমানবন্দরে মাদক চোরাচালান তদন্তে ২০  ২০ জনকে গ্রেপ্তার

নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরে মাদক চোরাচালান তদন্তে ২০ জনকে গ্রেপ্তার হয়েছে। দেশটির ব্যস্ততম এ বিমানবন্দরের মাধ্যমে মাদক—বিশেষ করে মেথঅ্যামফেটামিন ও কোকেন—চোরাচালানের অভিযোগে তাদের আটক করা হয়েছে। এসব মাদক মূলত অনিরীক্ষিত লাগেজের মাধ্যমে আনা হতো।


‘অপারেশন মাতাতা’ নামে যৌথ কাস্টমস ও পুলিশি অভিযানটি চলতি বছরের শুরুতে চালু হয়। অভিযানটির অগ্রগতি জানাতে শুক্রবার ডিটেকটিভ ইন্সপেক্টর টম গোলান সংবাদ সম্মেলনে জানান, এবার অভিযান পঞ্চম ধাপে প্রবেশ করেছে।


গ্যাং  প্রধানসহ ৮ সদস্য গ্রেপ্তার

এই ধাপে ‘২৮ ব্রাদারহুড এমসি’ গ্যাংয়ের প্রেসিডেন্টসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্লাস–এ মাদক আমদানি, আমদানি ষড়যন্ত্র এবং সরবরাহের উদ্দেশ্যে দখলের মতো অভিযোগ আনা হয়েছে।  ধারণা করা হয়  হেড হান্টার্স ও কোমাঞ্চেরোস—এই চক্রে জড়িত থাকতে পারে ।


তদন্তে দেখা গেছে, অকল্যান্ড বিমানবন্দরের ২০ জনের বেশি ব্যাগেজ হ্যান্ডলার একটি আন্তর্জাতিক অপরাধচক্রকে সহায়তা করছিল। নিউজিল্যান্ড কাস্টমসের তদন্ত ব্যবস্থাপক ডমিনিক অ্যাডামস জানান।


“কাস্টমস পুলিশ ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি বড় আন্তঃদেশীয় অপরাধচক্রের গুরুত্বপূর্ণ শাখা ভেঙে দিতে সক্ষম হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, এসব চক্র বিমানবন্দরের সাপ্লাই চেইনে প্রবেশাধিকার থাকা বিশ্বস্ত কর্মীদের টার্গেট করছিল।”


৬৩১ কেজির বেশি মাদক জব্দ

এ পর্যন্ত অভিযানে মোট ৬৩১ কেজির বেশি মাদক আটক হয়েছে, যার মধ্যে শুধু বর্ডারেই জব্দ করা হয়েছে ১১২ কেজি। মেথঅ্যামফেটামিনের খুচরা মূল্যই ২২ কোটি নিউজিল্যান্ড ডলারের বেশি। এই মাদক দেশব্যাপী ছড়িয়ে পড়লে দেশের জন্য ভয়াবহ ক্ষতির সম্ভাবনা ছিল।


অপরাধচক্রটি ‘রিপ অন, রিপ অফ’ নামে পরিচিত পদ্ধতি ব্যবহার করত—যেখানে আন্তর্জাতিক ফ্লাইটে আনঅ্যাটেন্ডেড লাগেজ যুক্ত করা হয়, পরে গন্তব্য বিমানবন্দরে জড়িত ব্যাগেজ হ্যান্ডলাররা তা সংগ্রহ করে। এই পদ্ধতি ব্যাংকক, সান্তিয়াগো, হনলুলু, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও নিউইয়র্ক থেকে অকল্যান্ডগামী ফ্লাইটে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হয়।


সরকারি সহায়তা ও চলমান অভিযান

নিউজিল্যান্ড সরকার বিশেষভাবে এই চোরাচালান দমনে কাস্টমসকে অতিরিক্ত ৩৫ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। তদন্তকারীরা এখন বাণিজ্যিক অংশীদারদের প্রশিক্ষণ দিয়ে সচেতন করার দিকে মনোযোগ দিচ্ছে—বিশেষত অভ্যন্তরীণ ‘ইনসাইডার’ এবং ঝুঁকিপূর্ণ কর্মীদের চিহ্নিত করতে।


এ পর্যন্ত অপারেশন মাতাতা’তে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আনা হয়েছে ৩৪৭টি অভিযোগ, ৭২টির বেশি ওয়ারেন্ট কার্যকর হয়েছে এবং ৮ লাখ নিউজিল্যান্ড ডলারের বেশি নগদ অর্থ জব্দ হয়েছে। তদন্ত এখনো চলমান।


অকল্যান্ড বিমানবন্দরে বড় প্রকল্প

১৯৬৬ সালে উদ্বোধনের পর এবারই অকল্যান্ড বিমানবন্দরে সবচেয়ে বড় অবকাঠামো সম্প্রসারণ চলছে—যার মধ্যে নতুন ডোমেস্টিক টার্মিনাল নির্মাণ ও আন্তর্জাতিক–ডোমেস্টিক টার্মিনাল এক ছাদের নিচে আনার পরিকল্পনা রয়েছে। দেশের ৭৫% আন্তর্জাতিক যাত্রী এ বিমানবন্দর দিয়েই যাতায়াত করেন।


এটি এয়ার নিউজিল্যান্ডের মূল হাব, যেখানে জেটস্টার, কান্তাসসহ বহু আন্তর্জাতিক এয়ারলাইন—এমিরেটস, কাতার এয়ারওয়েজ, মালয়েশিয়া এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, লাতাম, ইউনাইটেড, ডেল্টা, আমেরিকান এয়ারলাইন্স, এয়ার কানাডা, হাওয়াইয়ান, কোরিয়ান এয়ার, ক্যাথে প্যাসিফিক, এয়ার চায়না, চায়না ইস্টার্ন, চায়না সাদার্নসহ আরও অনেক এয়ারলাইন সারা বছর বা মৌসুমি অপারেশন পরিচালনা করে।সূত্র: সিম্পল ফ্লাইং


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Weather Outlook

Clear

Dhaka, Bangladesh

Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb

20.8°C

Mon

21.6°C

Tue

21.6°C

Wed

21.6°C

Related News