খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটকে ভিভিআইপি মুভমেন্ট ঘোষণা
ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিভিআইপি হিসেবে অনুমোদন করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যেই ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যম বসবে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসবেন এবং ১০ ডিসেম্বর ঢাকায় ত্যাগ করবেন। ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনায় এয়ার অ্যাম্বুল্যান্সের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতকরণ পাওয়া মাত্র সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠবে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে এবং এই মুহূর্তে নতুন কোনো তারিখ বলা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুল্যান্স আসার পর যেকোনো দিন তাকে নেওয়া হবে।
একজন চিকিৎসক জানিয়েছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন একই রয়েছে। এয়ার অ্যাম্বুল্যান্স দেরিতে আসার পাশাপাশি শারীরিক অবস্থাও ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত তা বিবেচনায় নিতে হচ্ছে।
বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কাতারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসার সময়সূচি পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। প্রাথমিকভাবে ১০ ডিসেম্বর ঢাক থেকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb
21.2°C
Mon
21.6°C
Tue
21.6°C
Wed
21.6°C