ইস্ট লন্ডনে বর্ণিল আয়োজনে ফিরছে বাংলাদেশ হেরিটেজ উইক ২০২৫
যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের এক ফেসবুক পোস্ট অনুযায়ী, বাংলাদেশ হেরিটেজ উইক ২০২৫ বছরও ইস্ট লন্ডনে আয়োজিত হচ্ছে হবে, যেখানে থাকবে খাবার, সংস্কৃতি ও সৃজনশীল বৈচিত্র্যময় উৎসব।
আয়োজনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১৩–১৪ ডিসেম্বর টাওয়ার হ্যামলেটস টাউন হলে, এবং দ্বিতীয় পর্ব ২০–২১ ডিসেম্বর ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে। পুরো অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত ও সম্পূর্ণ বিনামূল্যে।
- এই বছরের অনুষ্ঠান সূচিতে দুই সপ্তাহা জুড়ে থাকছে নানা রকম আকর্ষণ—
স্ট্রিট ফুড কর্নার , ফ্যাশন শো, এসএমই ফেয়ার , প্যানেল আলোচনা ও সাহিত্য আড্ডা, রিকশা আর্ট ও সিলেটি নাগরি ক্যালিগ্রাফি কর্মশালা , শিল্প, চলচ্চিত্র ও সংগীত পরিবেশনা ।
দর্শনার্থীরা পাশাপাশি তরুণ বাংলাদেশি উদ্যোক্তাদের “মেড ইন বাংলাদেশ” পণ্য কেনাকাটার সুযোগ পাবেন। এছাড়া সৃজনশীল ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও কমিউনিটির সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়াতে বিশেষ নেটওয়ার্কিং স্পেসেরও ব্যবস্থা থাকবে। বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি শিগগিরই প্রকাশ করা হবে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb
21.2°C
Mon
21.6°C
Tue
21.6°C
Wed
21.6°C