দক্ষিণ কোরিয়া প্রবাসীদের স্বস্তি
ইনচন–ঢাকা রুটে আবারও সরাসরি ফ্লাইট শুরু
ইনচন–ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। এর ফলে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত ৪০ হাজারেরও বেশি বাংলাদেশি প্রবাসী এখন আরও সহজে যাতায়াত করতে পারবেন। এশিয়া প্যাসিফিক অ্যাভিয়েশন ১৭ নভেম্বর তাদের উদ্বোধনী ফ্লাইট পরিচালনা করে, যাতে প্রায় ২৫০ জন যাত্রী ঢাকা পৌঁছান। আগামী মাস থেকে এ রুটে প্রতিষ্ঠানটি মাসে চারটি নির্ধারিত ফ্লাইট পরিচালনা করবে।
দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) মাধ্যমে যাওয়া বাংলাদেশি কর্মীরা দীর্ঘদিন ধরে দেশে ফেরার জন্য ট্রানজিট ফ্লাইটের ওপরই নির্ভরশীল ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগেই বহু অপেক্ষার পর সরাসরি ফ্লাইট পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়, যাতে দীর্ঘ লে-ওভার এবং যাত্রার ঝামেলা কমে আসে।
একজন প্রবাসী গণমাধ্যমকে বলেন, “অনেক দিন পর সরাসরি ফ্লাইট শুরু হলো, আমরা খুবই খুশি। আশা করি এয়ারলাইন ভালো সেবা দেবে এবং সময়সূচির কোনো সমস্যা হবে না।” আরেকজন কর্মী জানান, এটি “বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রথম ফ্লাইট” এবং তিনি আশা প্রকাশ করেন যে এই সেবা অব্যাহত থাকবে, যাতে যাত্রা আরও সহজ হয়। সরাসরি এই রুটে বাংলাদেশে চলমান বিভিন্ন মেগা প্রকল্পে যুক্ত কোরিয়ান নাগরিকদেরও যাতায়াত সহজ হবে।
কর্মকর্তাদের মতে, উন্নত এ সংযোগ দুই বন্ধুত্বপূর্ণ দেশের সম্পর্ক আরও জোরদার করবে এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সুযোগও বাড়াবে।
বাংলাদেশি কর্মীদের জন্য দক্ষিণ কোরিয়া একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। এসব প্রবাসী রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখেন—পরিবারের পাশাপাশি জাতীয় উন্নয়নেও অবদান রাখেন। সরাসরি ফ্লাইট সময় ও ব্যয় উভয়ই কমায়, ফলে স্বল্প ছুটির মধ্যেই তারা সহজে দেশে আসা-যাওয়া করতে পারবেন।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.6 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb
20.3°C
Mon
21.6°C
Tue
21.6°C
Wed
21.6°C