Logo
এভিয়েশন এয়ারপোর্টস উৎপাদনকারী পর্যটন হোটেলস প্রবাস লাইফ স্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি আরও
Aviationexpress.news is Under Development
Final version is coming soon...

হাজী শাহজালাল বিমানবন্দরের ভল্ট খালি, নিরাপত্তা ব্যর্থতায় কাস্টমস ও বিমানের বিরোধ

হাজী শাহজালাল বিমানবন্দরের ভল্ট খালি, নিরাপত্তা ব্যর্থতায় কাস্টমস ও বিমানের বিরোধ

২৮ অক্টোবর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (ঢাকা বিমানবন্দর) কার্গো টার্মিনালের ‘হাই-ভ্যালু ভল্ট’ বা মূল্যবান পণ্যের কক্ষ পুরোপুরি খালি করে নিয়ে গেছে চোরচক্র। এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ত্রুটির দায় নিয়ে কাস্টমস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একে অপরকে দোষারোপ করছে।


কার্গো টার্মিনালের ‘স্ট্রং রুম’-এ আমদানি হওয়া সোনা, হীরা, অস্ত্রসহ উচ্চমূল্যের পণ্য সংরক্ষণ করা হয়। চোরেরা বিশেষ যন্ত্র ব্যবহার করে ভল্ট ভেঙে সবকিছু নিয়ে যায়—একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার মাত্র ১০ দিন পরই।

১৮ অক্টোবরের আগুনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জরুরি চিঠি দিয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে জানায় যে ভল্টটি অক্ষত থাকলেও নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। তারা কাস্টমস কর্তৃপক্ষকে দ্রুত মূল্যবান পণ্যের দায়িত্ব নেওয়ার অনুরোধ করে, কিন্তু কিছুই করা হয়নি।


কমিশনার মুহাম্মদ কামরুল হাসান দাবি করেন, কাস্টমসের দায়িত্ব শুধু রাজস্ব সংগ্রহ পর্যন্ত সীমিত, নিরাপত্তা তাদের দায়িত্ব নয়। তিনি আরও বলেন, বিমান যে সতর্ক চিঠির কথা বলছে, তা চুরির আগে তাদের কাছে পৌঁছায়নি।


তিনি বলেন, “সাধারণত কাস্টমস শুধু ট্যাক্স ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। ভল্ট থেকে সরাসরি পণ্য সরিয়ে নেওয়ার এখতিয়ার আমাদের নেই।” ঘটনা ঘটার এতদিন পরও কোনো মামলা করা হয়নি। বিমানবন্দর থানায় করা জিডিতেও চুরি হওয়া পণ্যের তালিকা উল্লেখ না থাকায় তদন্তে জটিলতা তৈরি হয়েছে।


পুলিশ অভিযোগ করেছে যে বিমান কর্তৃপক্ষ সহযোগিতা করছে না। বিভিন্ন সংস্থার ডিউটি–কর্মীদের ডাকার পরও কেউ থানায় হাজির হয়নি।


এয়ারপোর্ট থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “কেউ আসেনি। এতে সময় নষ্ট হয়েছে। এখন আমরা সংস্থা-সংস্থা ঘুরে খুঁজে বের করছি, ঘটনার সময় কারা দায়িত্বে ছিল।”


চুরির আগে ভল্টের আশপাশে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের ‘অজ্ঞাত কারণে’ সরিয়ে নেওয়া হয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জিএম বশরা ইসলাম দাবি করেন, আগুনে ভবনের ছাদ দুর্বল হয়ে যাওয়ায় ধসের ঝুঁকি এড়াতে কর্মীদের বাইরে নেওয়া হয়েছিল। তবে এ ব্যাখ্যা নতুন সন্দেহ তৈরি করেছে।


গণমাধ্যমে পাওয়া নথিপত্রে দেখা গেছে, ভল্টে অস্ত্র ছাড়াও উচ্চমূল্যের সম্পদ ছিল। তবে বিমান কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে ভল্টে কী ছিল বা কত ক্ষতি হয়েছে—তা প্রকাশ করেনি।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Weather Outlook

Clear

Dhaka, Bangladesh

Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb

20.8°C

Mon

21.6°C

Tue

21.6°C

Wed

21.6°C

Related News