ঢাকা বিমানবন্দরে ৪ নারী যাত্রীর কাছ থেকে ৯৮টি মোবাইল জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার নারী যাত্রীর কাছ থেকে ৯৮টি দামি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস। কাস্টমস ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে চোরাচালানকারীদের নতুন কৌশল ‘মাঝ আকাশে ফোন হস্তান্তর’–এর তথ্যও পাওয়া গেছে।
সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে দুবাই–চট্টগ্রাম হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর যাত্রীদের তল্লাশি চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়। চার নারী যাত্রীর প্রত্যেককে একটি করে ফোন রাখার অনুমতি দেওয়া হলেও বাকি ৯৮টি মোবাইল সেট জব্দ করে কাস্টমস।
জব্দ করা ফোনগুলোর মধ্যে রয়েছে— ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স , ৫৫টি আইফোন ১৫, ১২টি গুগল পিক্সেল।
আটক যাত্রীরা সামিয়া সুলতানা, শামীমা আক্তার, জায়নাব বেগম ও নুসরাত—শরীরে বিশেষ কৌশলে মোবাইল লুকিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করেছিলেন। তবে তল্লাশিতে এসব ফোন ধরা পড়ে। যাত্রীরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
কাস্টমস জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে চোরাচালানকারীরা ট্রানজিট ফ্লাইটে চট্টগ্রাম থেকে সহযোগীদের উঠিয়ে মাঝআকাশে মোবাইল হস্তান্তরের নতুন পদ্ধতি ব্যবহার করছে বলে জানা গেছে।
বাংলাদেশের নিয়ম অনুযায়ী, বিদেশফেরত যাত্রীরা ঘোষণাবিহীন মাত্র একটি মোবাইল ফোন আনতে পারেন। বিমানবন্দর দিয়ে স্বর্ণ, মোবাইল ফোন ও সিগারেট সবচেয়ে বেশি চোরাচালান হয় এ কারণে ঝুঁকিপূর্ণ রুটে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে কাস্টমস জানিয়েছে।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 6.8 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb
20.8°C
Mon
21.6°C
Tue
21.6°C
Wed
21.6°C