১২ তম জাতীয় এসএমই মেলার উদ্বোধন
মেলায় প্রায় ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। তৈরি পোশাক, হস্ত ও কারুশিল্প, পাট, চামড়াজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাত, হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা।
রোববার (৭ ডিসেম্বর) সকালে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে এসএমই খাতের ৬ জন উদ্যোক্তাকে ছয়টি ক্যাটাগরিতে বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করা হয়।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক সামিম আহমেদ, উইমেন এন্টারপিনিউর অ্যাসোসিয়েন অব বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়ালসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মেলায় প্রায় ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। তৈরি পোশাক, হস্ত ও কারুশিল্প, পাট, চামড়াজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাত, হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ও প্রবেশ ফ্রি। মেলা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
Make Comment
Login to CommentPopular News
Subscribe to News Letter
Latest News
Weather Outlook
Clear
Dhaka, Bangladesh
Wind: 7.2 kmph · Precip: 0 mm · Pressure: 1015 mb
21.2°C
Mon
21.6°C
Tue
21.6°C
Wed
21.6°C